চট্টগ্রাম, , বুধবার, ২ অক্টোবর ২০২৪

admin

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া হোসাইনিয়া ট্রাস্ট বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২১-০৩-৩০ ২৩:৩১:৫৭ || আপডেট: ২০২১-০৩-৩০ ২৩:৩২:০৫

চন্দনাইশ প্রতিনিধি|

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া হোসাইনিয়া ট্রাস্ট বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার ‘সাধারন সভা এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠান’ গত মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে পটিয়া কমিউনিটি সেন্টারে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চন্দনাইশ পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠাতা-সভাপতি এবং পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের অর্থ সচিব মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় সাধারন সভা এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজাফফরাবাদ কলেজের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ফারইস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড পটিয়া জোনের জোনাল ইনচার্জ মুহাম্মদ মাহমুদ উল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ শাহীদুল্লাহ্, ইউনিয়ন ব্যাংক শান্তির হাট শাখার সিনিয়র অফিসার মুহাম্মদ জামাল উদ্দীন,
সিডিএ’র কর্মকর্তা ফখরুল ইসলাম, ওয়াসার কর্মকর্তা সিহাব উদ্দিন, সড়ক বিভাগের কর্মকর্তা মোঃ জুয়েল, ব্যাংকার বেলাল, ব্যাংকার মাহাফুজ, ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, মো. মাসুদ, আব্বাস উদ্দিন, মো. মিজান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নূরের রহমান রনি, যুগ্ন মহাসচিব মুহাম্মদ জয়নাল আবেদিন, সাংগঠনিক সচিব মুহাম্মদ জামসেদসহ ট্রাস্টের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের আগামীর বিভিন্ন প্রোগ্রাম ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *