admin
প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৩:০৮:৪৮ || আপডেট: ২০২১-০৩-৩০ ১৩:০৮:৫৪
বীর কণ্ঠ ডেস্ক|
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে ১৮৮ জন নগরীর ও ২৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ৭০৬ জনে। এছাড়া একই সময়ে চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও জানা যায়, গতকাল রবিবার চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ২১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৬ জন। এর মধ্যে ২৮৩ জন নগরীর ও ১০৩ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭০৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন ও শেভরণে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।
তবে এদিন ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয় নি।