চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ডা. শাহাদাতসহ ৫৭ জন

প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৬:২১:১৩ || আপডেট: ২০২১-০৩-৩০ ১৬:২১:১৯

বীর কণ্ঠ ডেস্ক|
চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) রাতে পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দুটি দায়ে করেন। মামলার একটি পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। অন্যটি করা হয়েছে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। তিনি বলেন, ‌‘মামলায় ডা. শাহাদাত হোসেনসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।’

এর আগে গতকাল (সোমবার) বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২১ জন আহত হন এবং গ্রেপ্তার করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগমসহ ১৬ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *