চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

admin

রাঙামাটি-খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র বন্ধ

প্রকাশ: ২০২১-০৩-৩১ ২৩:৫১:০৬ || আপডেট: ২০২১-০৩-৩১ ২৩:৫১:১২

খাগড়াছড়ি প্রতিনিধি|
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে দু’সপ্তাহের জন্য রাঙামাটি-খাগড়াছড়ি পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশনা দিয়েছে  প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ সংক্রমণে’ করণীয় শীর্ষক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। অন্যদিকে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্রও  আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। একইদিনে বিকেল সোয়া ৫টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দেন তিনি।

এমন ঘোষণার ফলে রাঙামাটি-খাগড়াছড়ি জেলার সব পর্যটন কেন্দ্রে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকবে। বন্ধ থাকবে আবাসিক হোটেলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *