চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

চন্দনাইশে বিজিসি ট্রাস্ট হসপিটালে ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন

প্রকাশ: ২০২১-০৪-০১ ০০:০১:৩৭ || আপডেট: ২০২১-০৪-০১ ০০:০১:৪৮

মো. নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি|

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে ডায়ালাইসিস ইউনিটের বহু আকাংক্ষিত কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার (৩১ মার্চ) সকাল ১১.৩০টায় দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মিস. আফরীন আহমদ হাসনাইন এ কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. অরূপ দত্ত বাপ্পী, হসপিটালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.), কিডনি বিশেষজ্ঞ ডা. রতন কান্তি সাহা, ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, ডা. সাইফুল ইসলাম, ডা. অর্পন দেবনাথ, ডা. নাসিমুজ্জামান, আজিজুল হক ভুঁইয়া, মো. এরশাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ এর পক্ষ থেকে নেয়া এই মহৎ উদ্যোগ সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিভাগগুলোর জন্য নেয়া মানোন্নয়ন ও সম্প্রসারণের অংশ।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মিস. আফরীন আহমদ হাসনাইন বলেন, সাশ্রয়ী মূল্যে অত্র এলাকার মানুষের ডায়ালাইসিস সেবা প্রদান আমাদের মুল লক্ষ্য। (ছবি আছে)

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে বিজিসি ট্রাস্ট হসপিটালে ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *