চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

admin

কুয়েতে নিহত মিরসরাইয়ের গোলাম রসুলের মরদেহ দেশে আসছে রবিবার

প্রকাশ: ২০২১-০৪-০২ ২১:৩৪:৫২ || আপডেট: ২০২১-০৪-০২ ২১:৩৪:৫৮



মিরসরাই প্রতিনিধি|
কুয়েতের ফান্তাস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত বাংলাদেশি মো. গোলাম রসুল মরদেহ দেশে পৌছাবে রবিবার (৪ এপ্রিল) । গত শনিবার দেশটির ফান্তাস এলাকায় নিজ কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মাদবারহাট দক্ষিণ ভুঁইয়া গ্রামে।


মিরসরাই সমিতি সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, কুয়েতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীরা সবাই সহযোগিতা করায় শনিবার সকাল ১১ টায় জানাযা শেষে রাতে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে মরদেহ দেশে আত্মীয় স্বজন ও পরিবারের কাছে পৌছানোর কথা রয়েছে। এভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রবাসী ও তাদের পরিবারের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *