চট্টগ্রাম, , সোমবার, ৭ অক্টোবর ২০২৪

admin

রাউজানে অগ্নিকান্ডে পুড়েছে গোডাউনসহ ৬ বানিজ্যিক প্রতিষ্ঠানঃ ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশ: ২০২১-০৪-০২ ২০:৫৬:২৭ || আপডেট: ২০২১-০৪-০২ ২০:৫৬:৩২

প্রদীপ শীল, রাউজান(চট্টগ্রাম)|
রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান। তৎমধ্যে ২টি গোডাউনসহ ৬টি দোকান। ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রাউজান থানা রোড়ের পূর্ব পার্শ্বে ফকিরহাট মুখ সংলগ্ন এলাকায়। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । এসময় গভীর রাতে ঘটনাস্থলে ছুটে আসে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ও কাউন্সিলর আজাদ হোসেনসহ অনেকেই।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সন্তোষ চৌধুরী, মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ শাহ্জাহান, রনত দে। ৬টি দোকানের মধ্যে ৩টি বেডিং, দোকান, ২টি মুদির দোকান ও একটি কুলিং কর্ণার দোকান। ক্ষণতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *