চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহতঃ ১০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশ: ২০২১-০৪-০৪ ২২:০৪:৫৮ || আপডেট: ২০২১-০৪-০৪ ২২:০৫:০৪

প্রদীপ শীল, রাউজান(চট্টগ্রাম)|
সোমবার থেকে শুরু হচ্ছে এক সাপ্তাহের লকডাউন। পরিস্থিতি বুঝে বাড়তে পারে লকডাউনের সময়সীমা। প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সারাদেশে। মৃত্যুর হারও উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে স্বাস্থবিধি মানাতে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৪এপ্রিল) সকাল ১১ টায় রাউজান পৌর এলাকার জলিল নগর বাস ষ্টেশনে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় দুইজনকে ২ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাওয়ার পরিবেশন করায় আজমীর হোটেলকে ৫ হাজার টাকা, সড়ক পরিবহন আইনে ২জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা পরিষদের পেশকার ঊশা মং চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *