চট্টগ্রাম, , শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

admin

করোনায় মৃত্যুতে অতীতের সব রেকর্ড ভাঙল চট্টগ্রাম

প্রকাশ: ২০২১-০৭-২৭ ১১:৩৪:০৪ || আপডেট: ২০২১-০৭-২৭ ১১:৩৪:১১

বীর কণ্ঠ ডেস্ক|
চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ১৮ জন মারা গেছেন। নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। 

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭৭ জন।

একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন শহরের। অপর ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গতকাল সোমবার চট্টগ্রামে ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ। এদিন করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯১৫ জন।

১৪ জুলাই চট্টগ্রামে সর্বোচ্চ ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছিল ২২ জুলাই।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *