চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

admin

না ফেরার দেশে বান্দরবানের বোমাং রানী

প্রকাশ: ২০২১-০৭-২৮ ১৫:২১:৪০ || আপডেট: ২০২১-০৭-২৮ ১৫:২১:৪৬

বান্দরবান প্রতিনিধি|
বান্দরবানের প্রয়াত ১৪ তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরীর স্ত্রী ছোট রানী (৯০) মাশৈনু পরলোক গমন করেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ থাকার পর বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮ টায়  শহরের পুরাতন রাজবাড়ীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনদিন পর রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানান।

রানীর মৃত্যুতে রাজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রাজপরিবার সুত্র জানান, রানী মাশৈনু এর ১ম পুত্র নুমংপ্রু চৌধুরী বান্দরবানের বোমাং সার্কেলের ৩৪৮ নং হ্লাপাই ক্ষ্যং মৌজার হেডম্যান (মৌজা প্রধান) আর ২য় পুত্র নুশৈপ্রু চৌধুরী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

রানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা সহ বান্দরবানের বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *