চট্টগ্রাম, , বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

admin

বোয়ালখালীতে করোনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল পিতা-পুত্রের

প্রকাশ: ২০২১-০৭-২৮ ১৫:২৭:১৮ || আপডেট: ২০২১-০৭-২৮ ১৫:২৭:২৪

বোয়ালখালী (চ্ট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন আবু সৈয়দ চৌধুরী (৮০) ও তার ছেলে মো. আলমগীর (৩৫)। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার চরখিজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর গত ২২ জুলাই ছেলে আলমগীরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর পরদিন পিতা আবু সৈয়দ চৌধুরীকেও একই হাসপাতালে ভর্তি হয়। গতকাল মঙ্গলবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় পিতা আবু সৈয়দ চৌধুরীর মৃত্যু হয়। পরে বুধবার (২৮ জুলাই) সকাল ৯টায় ছেলে মো. আলমগীরেরও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসেন আরা বেগম বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *