Faruque Khan Executive Editor
প্রকাশ: ২০২১-০৮-০৩ ১৩:৪২:৩৩ || আপডেট: ২০২১-০৮-০৩ ১৩:৪২:৩৮
জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এতে ডিসি অ্যান্ড ডিআর ইনপ্রাস্টাকচার ম্যানেজমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
বিভাগের নাম: ডিসি অ্যান্ড ডিআর ইনপ্রাস্টাকচার ম্যানেজমেন্ট
পদের নাম: ম্যানেজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই/ইটই/ইসিই বিভাগে ন্যূনতম স্নাতক অথবা এমবিএ পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: অনির্ধারিত
চাকরির ধরন: ফুল টাইম
এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন, https://bracbank.taleo.net/careersection/external/jobsearch.ftl?lang=en
আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।