Faruque Khan Executive Editor
প্রকাশ: ২০২১-০৮-০৪ ০৯:৫৫:৩০ || আপডেট: ২০২১-০৮-০৪ ০৯:৫৫:৩৬
নগরীর বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় করোনা উপসর্গ নিয়ে দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) নিজ বাসায় বেলা আড়াইটার দিকে মারা যান কাজী মো. শফি (৭৫)। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তার স্ত্রী মমতাজ বেগম (৭০)।
কাজী মো. শফির গ্রামের বাড়ি বোয়ালখালীর বেঙ্গুরা গ্রামে হলেও নগরীর জালালাবাদের কুলগাঁও এলাকায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মৃত্যুকালে তাদের তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হালকা জ্বরে আক্রান্ত ছিলেন মো. শফি। পরে স্ত্রী মমতাজ জ্বরে ভুগছিলেন। তাদের বাসায় চিকিৎসা চলাকালে জ্বর কিছুটা কমে আসে। কিন্তু মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ মারা যান মো. শফি । তিনি মারা যাওয়ার পর ভেঙে পড়েন স্ত্রী মমতাজ বেগম । বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনিও মারা যান।