Faruque Khan Executive Editor
প্রকাশ: ২০২১-০৮-০৪ ০৯:২৬:৩৯ || আপডেট: ২০২১-০৮-০৪ ০৯:২৬:৪৪
প্রদীপ শীল, রাউজান|
রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রশিদ (৫০) উপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। গত ২৫ জুলাই রবিবার দিবাগত ৮টার সময় নাতোয়ান বাগিচা বাজারে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ বাদী হয়ে গত ২৭ জুলাই মঙ্গলবার রাউজান থানায় মামলা দায়ের করেছেন । মামলার এজাহারে প্রতিবেশী মাহাবুল আলমের পুত্র মোহাম্মদ জাহেদ, শাহা আলমের পুত্র রনি, সজিব, সাকিল সহ ৭ জনকে আসামী করা হয়।
আহত আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ জানান, হামলাকারী মাইক বিরোধী একটি ত্বরিকত্বের অনুসারী। অপর দিকে ঘটনায় জড়িত আসামী মোহাম্মদ জাহেদ টেলিফোনে জানায়, তাকে এবং তার পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় গালি দিয়েছে রশিদ। মারামারির কোন ঘটনা হয়নি। ধাক্কা ধাক্কি হয়েছে।
এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আবদুর রসিদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে । ঘটনার পর জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি।