চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কাইছার হামিদ

আ‌লো‌চিত রো‌হিঙ্গা নেতা মু‌হিবুল্লাহ খুন

প্রকাশ: ২০২১-০৯-২৯ ২২:৪১:৪৮ || আপডেট: ২০২১-০৯-২৯ ২২:৪১:৫৪

কক্সবাজার প্র‌তি‌নি‌ধি, বীর কন্ঠ :

২০১৮ সা‌লের ২৫ আগস্ট রো‌হিঙ্গা গণহত্যার বর্ষপূ‌র্তি উপল‌ক্ষ্যে উ‌খিয়ায় রো‌হিঙ্গাদের নি‌য়ে বিশাল সমা‌বেশ ক‌রে আ‌লো‌চিত রো‌হিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুন হ‌য়ে‌ছেন। তা‌কে ২৯ সে‌প্টেম্বর বুধবার রাত সা‌ড়ে আটটায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়‌নি।

ক্যা‌ম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা জানিয়েছেন।

রোহিঙ্গাদের সমাবেশে  মুহিবুল্লাহ
রোহিঙ্গাদের সমাবেশে মুহিবুল্লাহ

কামরান হোসেন ব‌লেন, গুলিবিদ্ধ মুহিবুল্লাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘাষণা করেন।

মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামক সংগঠ‌নের চেয়ারম্যান ছিলেন। তি‌নি সা‌বেক মা‌র্কিন প্রে‌সি‌ডেন্ট ডোনাল্ট ট্রা‌ম্পের সা‌থেও সাক্ষাত ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *