admin
প্রকাশ: ২০২১-১০-২৫ ২১:৩৬:১৮ || আপডেট: ২০২১-১০-২৫ ২১:৩৬:২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ চাক্কা বিশিষ্ট লরি গাড়ির ধাক্কায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজমহল কমিউটিনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আমিরাবাদ দর্জি পাড়ার মুহাম্মদ আবদুল মন্নানের পুত্র সাখাওয়াত হোসেন(২৪) ও উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ার আবুল কাসেমের পুত্র সাজ্জাদ হোছাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার ২৪ অক্টোবর আনুমানিক রাত ৮ টার দিকে কক্সবাজার অভিমূখী ২টি মোটর সাইকেলে ৪ জন আরোহী ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা কক্সবাজার অভিমূখী লরী গাড়ি তাদের ধাক্কা দেয়। মোটর সাইকেল আরোহীরা ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে সাখাওয়াত হোসেন নিহত হন। আহত ৩ জনকে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত রোববার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসাইনও মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আহতরা উপজেলার আমিরাবাদ মুতোয়াল্লী বাড়ীর মুহাম্মদ মুসার পুত্র মুহাম্মদ ফরহাদ(২২) ও পদুয়ার নাওঘাটা এলাকার মুহাম্মদ ইসমাঈলের পুত্র মুহাম্মদ জাহেদুল ইসলাম(২২) বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।