admin
প্রকাশ: ২০২২-০২-২৫ ২১:০৯:১৪ || আপডেট: ২০২২-০২-২৫ ২১:০৯:১৯
লোহাগাড়া প্রতিনিধি| লোহাগাড়ায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন হয়।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভীর নামে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নামকরন করা হয়।
লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।
লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল’র সভাপতিত্ব উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক সাঈদী, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, খেলা পরিচালনা কমিটির আহবায়ক লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী , বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক নুনু।
প্রধান অথিতির বক্তব্যে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেছেন, দীর্ঘদিন মানুষ করোনা আতংকে জীবন দূর্বিসহ হয়ে ওঠেছে। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। আজ লোহাগাড়া বাসীর মিলন মেলা হয়েছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। মাদক থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। এ ধরনের খেলার আয়োজন করায় তিনি লোহাগাড়া উপজেলা চেয়্যারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সব খেলা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে সাতকানিয়া ফুটবল একাদশকে ৩ গোলে পরাজিত করেন চকরিয়া শেখ জামাল একাদশ।
খেলায় ম্যান অব্ দ্যা ম্যাচ হয়েছেন শেখ জামাল একাদশের বিদেশি খেলোয়াড় সালমান।