চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

পদুয়ায় এশিয়ান হসপিটালের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশ: ২০২২-০২-২৫ ১৯:৫৮:৩৯ || আপডেট: ২০২২-০২-২৫ ১৯:৫৮:৪১

লোহাগাড়া প্রতিনিধি| লোহাগাড়া উপজেলার পদুয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের। উন্নত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে লোহাগাড়া উপজেলার পদুয়ায় “এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ” এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় পদুয়া ষ্টেশনস্থ এন. কে সিটি শপিং কমপ্লেক্সে বর্নাঢ্য অনুষ্টানের মধ্য দিয়ে হাসপাতালের যাত্রা শুরু হয়।

হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের এম.ডি মুহাম্মদ নুরুল হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম, ইব্রাহীম কবির, লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি নিবাস দাশ সাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরমান বাবু রোমেল ও হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবছার আহমেদ।

হাসপাতালের পরিচালক সাংবাদিক এম.সাইফুল্লাহ চৌধুরী ও ধারাভাষ্যকার মুহাম্মদ সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় হাফেজ রাশেদুল ইসলামের কুরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, এন,কে, শপিং সেন্টারের স্বত্বাধিকারী নুরুল কবির কোম্পানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, ব্যবসায়ী নুরুল আলম কোম্পানীসহ অন্যান্য নেতৃবৃন্দরা। খবর: প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *