admin
প্রকাশ: ২০২২-০৩-২২ ২০:৩১:৫০ || আপডেট: ২০২২-০৩-২২ ২০:৩২:০৮
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
লোহাগাড়ায় ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের হাজির রাস্তা এলাকায় ছেলে নয়ন মনি সিকদারের বাইক থেকে পড়ে যায় মা মিতালী সিকদার(৫৫)। ২২ মার্চ (মঙ্গলবার) দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। নিহত মিতালী সিকদার উপজেলার চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ হিন্দু পাড়ার শিমুল সিকদারের স্ত্রী।
জানা যায়, ছেলে নয়ন মনি মাকে নিয়ে সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার জন্য নিয়ে যায়।
টিকা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটর সাইকেলের চাকার সাথে নিহত মিতালীর শাড়ির কাপড় পেছিয়ে মাটিতে পড়ে যায়।
স্থানীয় লোকজন আহত মিতালীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল ৪টার চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান।
নিহতের ছেলে নয়ন মনি সিকদারের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে যায়। কান্নাজনিত কন্ঠে নয়ন মনি বলেন, আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। তার কান্নায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।