চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

admin

মক্কায় ওমরাহ পালন করতে এসে সড়ক দু’ঘটনায় এক বাংলাদেশি হজ্ব যাত্রী নিহত

প্রকাশ: ২০২২-০৩-২৭ ১০:৪১:৩৮ || আপডেট: ২০২২-০৩-২৭ ১০:৪১:৪১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি|

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে এসে এক মর্মান্তিক সড়ক দু’ঘটনায় মাওলানা জিয়াউর রহমান জাহেদ নামে এক বাংলাদেশি হজ্ব যাত্রী নিহত হয়েছে।

জানা যায়৷ গত ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বাংলাদেশ সময় সাড়ে ৯ টার সময় মক্কা নগরীর হেরা গুহা নামস্থানে রাস্তা পারপারের সময়ে এ ওমরাহ হজ্ব যাত্রী নিহত হয়েছে।

গত কয়েক দিন আগে পবিত্র ওমরাহ হজ্ব পালনে করতে বাংলাদেশ থেকে আসেন। ২৬ মার্চ শনিবার বাদে আছর পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় হেরা গুহা উঠেন। সেখানে উঠে নিজ মোবাইলে থেকে লাইফে আসেন। লাইফে আসার এক ঘন্টা পর নিচে নেমে রাস্তা পারপারের সময় ঘটনাস্থলে এ হজ্ব যাত্রী নিহত হন।

নিহত হজ্ব যাত্রী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া শাহ মজিদীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতীব।

সড়ক দু’ঘটনায় নিহত হজ্ব যাত্রী মাওলানা জিয়াউর রহমান জাহেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ১৭ নং সোনাকানিয়া গারাংগিয়া ইউনিয়ন গারাংগিয়া আলীয়া মাদ্রাসার সোজা পশ্চিমা পাশ্বে মধন মাওলানা সাহেবের বাড়ী নিবাসী মরহুম মাওলানা মাহবুবুর রহমানের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *