চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

চকরিয়ায় বাবা-ছেলের ইয়াবা বাণিজ্য! |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২২-০৪-০৯ ১৫:৪৪:০২ || আপডেট: ২০২২-০৪-০৯ ১৫:৪৪:০৫

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি|
কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৮০০ ইয়াবা, দুটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম প্রকাশ সোনা মিয়া (৫০) ও তার ছেলে রহমত উল্লাহ (২৪)।

শনিবার (৯ এপ্রিল) ভোরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমখালী রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। শনিবার ভোরে তার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের জন্য রাখা হয়েছে ;এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যা ব। এসময় তার খাটের নিচ থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা, দুটি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

আজ শনিবার (৯ এপ্রিল) সকালে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে থানায় হস্তান্তর করেছেন র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *