চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

চকরিয়ায় লুডু খেলায় প্রাণ গেলো ১ জনের! |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২২-০৪-০৯ ০২:০২:২৬ || আপডেট: ২০২২-০৪-০৯ ০২:০২:২৮

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি|
কক্সবাজারের চকরিয়ায় মোবাইলে লুডু খেলা নিয়ে বন্ধুদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুস (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) বিকাল সোয়া ৫ টায় হারবাং ইউনিয়নের কালা চাইন্দারমার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস দিল মোহাম্মদের ছেলেও মায়ানমারের নাগরিক। দীর্ঘদিন পূর্বে তারা অবৈধ অনুপ্রবেশ করে হারবাংয়ে বসবাস করে আসছিল।

বিকেলে মোবাইলে লুডু খেলার এক পর্যায়ে নুরুন্নবী ও জকিরসহ আরো কয়েকজনের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে কিল ঘুষিতে মারা যায় ইউনুস। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান মেহেরাজ উদ্দীন মিরাজ থানায় খবর দেন।

খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী। মুটোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারি নিহতের পরিবারের সবাই মায়ানমারের নাগরিক। শুক্রবার বিকাল সোয়া ৫ টার দিকে মোবাইলে গেম খেলা নিয়ে সঙ্গীদের সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কিল-ঘুষিতে ইউনুস মারা যায়।

ওসি আরও বলেন, শনিবার সকালে মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ময়না তদন্তের জন্য। হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *