admin
প্রকাশ: ২০২২-০৪-০৯ ০১:৩৭:২৮ || আপডেট: ২০২২-০৪-০৯ ০১:৩৭:৩০
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির বলেছেন, পৃথিবীর সবোর্চ্চ সেবা মুমূর্ষ রোগীকে রক্তদান করা। স্বেচ্ছায় অসহায় রোগীকে রক্ত দিলে, মহাগ্রন্থ আল-কোরআনের মতে- সমগ্র জাতীর জীবন বাঁচানোর সওয়াব হয়। তেমনি মহতি কাজ করে যাচ্ছেন কিল্লার আন্দর ব্লাড ব্যাংক সেচ্ছাসেবী এ প্রতিষ্টান।
শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত কিল্লার আন্দর ব্লাড ব্যাংকের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইব্রাহিক কবির আরো বলেন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর যারা রক্ত দিবে, তাদের দেহে BLOOD CELL সৃষ্টি বৃদ্ধি পাবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোলেস্টেরল কমবে। এসব তথ্য সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। যাতে করে স্বেচ্ছায় রক্তদাতা সৃষ্টি হয়, ভীতি দূর হয়। তিনি বক্তব্যে কিল্লার আন্দর ব্লাড ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন কিল্লার আন্দর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মনোয়ার হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি রাকিবুল হাসান, পরিচালক ওমার ফারুক, মিনহাজ উদ্দীন, আরফাত আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ আরফাত হোসেন, বাপ্পি, মোহাম্মদ রফিক সহ সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।