admin
প্রকাশ: ২০২২-০৪-১৩ ০১:৪৮:৫৫ || আপডেট: ২০২২-০৪-১৩ ০১:৪৮:৫৭
কক্সবাজার প্রতিনিধি|
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় চারটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ নুরুল কাদের (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব- ১৫।
গ্রেপ্তার নুরুল কাদের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯ টায় ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে দু’টি ওয়ানশুটার গান, দু’টি থ্রিকোয়ার্টার গান, ছয় রাউন্ড কার্তুজ ও দু’টি ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক নুরুল কাদের দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।