চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

মহেশখালীতে খৎনা করার সময় ‘শিশুর পুরুষাঙ্গ কর্তন’,`হাতুড়ে ডাক্তার’ গ্রেপ্তার

প্রকাশ: ২০২২-০৪-১৩ ০১:৪৩:৪৫ || আপডেট: ২০২২-০৪-১৩ ০১:৪৩:৪৭

মহেশখালী(কক্সবাজার) প্রতিনিধি|
কক্সবাজারের মহেশখালীতে খৎনা করার সময় এক শিশুর পুরুষাঙ্গ কাটায় পল্লী চিকিৎসকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১১ এপ্রিল) ছোট মহেশখালীর সিপাহী পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কক্সবাজারের মহেশখালীর সিপাহীরপাড়ার মো. ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন। তিনি বলেন, গত বছরের ২৮ নভেম্বর মো. মনজুর আলম তার ৮ বছরের শিশু সন্তানকে খৎনা করানোর জন্য ছোট মহেশখালীর সিপাহীর পাড়াস্থ মেসার্স জাহেদ মেডিকোতে নেয়। সেখানে খৎনা করার সময় পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। শিশুটির অবস্থা আশংকাজনক হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং পরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদ প্রকাশ হলে ভিকটিমের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। পরে গত ১০ ফেব্রুয়ারি শিশুর পিতা মঞ্জুর আলম বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন।

মো. বিল্লাল উদ্দিন বলেন, ছোট মহেশখালীর সিপাহীর পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *