admin
প্রকাশ: ২০২২-০৪-১৩ ০২:০১:১৮ || আপডেট: ২০২২-০৪-১৩ ০২:০১:২০
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের লোহাগাড়ায় অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির দায়ে ১৫ জনকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিনিয়ত বাজার মনিটরিং করে যাচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন কঠোর অবস্হানে রয়েছে। কোনভাবে দ্রব্যমুল্যের অতিরিক্ত দাম আদায় করা যাবে না। বাজার মনিটরিং ব্যবস্থা আগামীতে আরো জোরদারভাবে চলবে।