admin
প্রকাশ: ২০২২-০৪-১৩ ০২:০৭:০৮ || আপডেট: ২০২২-০৪-১৩ ০২:০৭:১০
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বাণী পরিবহনের চাপায় মোহাম্মদ ফরহাদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাজালিয়া বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফরহাদ বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়ার আবদুল মালেকের ছেলে।
স্থানীয় এবং নিহতের চাচাতো ভাই নূর মোহাম্মদ বলেন, নিহত ফরহাদ তার বন্ধুর সাথে বান্দরবান থেকে কেরানীহাট যাওয়ার পথে বাইতুল ইজ্জত এলাকা পৌছালে একটি সিএনজি টেক্সি বেপরোয়া গতিতে চালালে বিপরীত দিক থেকে বান্দরবানগামী পূর্বাণী পরিবহনের বাস আমার ভাইদের চাপা দিলে ঘটনাস্থলেই ফরহাদ মারা যায় এবং অপরজন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান। তিনি বলেন, পূর্বাণী পরিবহনের চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।