চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

এডমিন বীর কন্ঠ

লোহাগাড়ার হাদ্বারা ক্যাম্পা‌সে দোয়ার মাধ্য‌মে মাধ্য‌মিক পরীক্ষার্থী‌দের বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০২২-০৬-০৮ ২০:০২:৪৮ || আপডেট: ২০২২-০৬-০৮ ২০:০২:৫১

‌ডেস্ক রি‌পোর্ট, বীর কন্ঠ :

লোহাগাড়া উপ‌জেলার আ‌লো‌কিত ও আ‌লো‌চিত শিক্ষা প্র‌তিষ্ঠান আল হাদ্বারা ইসলা‌মিক স্কুলে ২০২২ সা‌লের মাধ্য‌মিক পরীক্ষার্থী‌দের দোয়ার মাধ্য‌মে বিদায় সংবর্ধনা দেয়া হ‌য়ে‌ছে। বুধবার (৮ জুন) সকা‌লে পদুয়াস্থ তেওয়ারী‌খি‌লের হাদ্বারা ক্যাম্পাসে অনু‌ষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন লোহাগাড়া উপ‌জেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম ক‌বির।

বিদ্যালয়‌টির সুপারভাইজার মাওঃ এস এম সাইফুল্লাহ`র সভাপতিত্বে অনু‌ষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম । বক্তব্য রা‌খেন প্র‌তিষ্ঠান‌টির অধ্যক্ষ সাঈদুল মুর্তজা সাদী, উপাধ্যক্ষ মোঃ রফিক, শিক্ষা পরিচালক সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মুকিম উদ্দিন, আমির সোলতান খোকন।

এছাড়া অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন বি‌শিষ্ট ব্য‌ক্তিত্ব মাওলানা শাহজাহান, শিক্ষক মোঃ তা‌রেক, দে‌লোয়ার হো‌সেন, মু‌জিবুর রহমান, মামুন, সাইফুল ইসলাম, রায়হান জান্নাত, নিশাত সোলতানা, ফ‌রিদা ইয়াস‌মিন প্রমুখ।

বক্তারা ব‌লেন, পাব‌লিক পরীক্ষাসহ জাতীয় পর্যা‌য়ের বি‌ভিন্ন প্র‌তি‌যো‌গিতায় আল হাদ্বারা ইসলা‌মিক স্কুল ভাল ফলাফল ক‌রে আস‌ছে। এ ধারাবা‌হিকতা বজায় থাক‌লে আগামী‌তে উপ‌জেলা তথা জেলা পর্যা‌য়ে অন্যতম শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের তা‌লিকায় উ‌ঠে আস‌বে এ প্র‌তিষ্ঠান‌টি।

অনুষ্ঠা‌নে ১৭ জন পরীক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট প্রদান করা হয় । প‌রে আ‌বেগঘন প‌রি‌বে‌শে পরীক্ষার্থী‌দের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *