admin
প্রকাশ: ২০২২-০৬-১০ ২৩:৩৯:১৪ || আপডেট: ২০২২-০৬-১০ ২৩:৩৯:১৬
প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন গত ৪জুন (শনিবার) দেশের আট বিভাগীয় শহরের আট কেন্দ্রে সম্পন্ন হয়।
সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এমএএস রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন আহমেদ।
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহ মোঃ ইলিয়াস উদ্দিনের নেতৃত্বে আট বিভাগে আট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন। প্রধান নির্বাচন কমিশনার ঢাকা পিটিআই এ স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুমে সারাদেশ থেকে প্রাপ্ত এই ফলাফল ঘোষণা করেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন সূত্রে জানা যায়, সারাদেশের ১৮৯৮ জন সদস্যের মধ্যে ১৪৪৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। প্রেস বিজ্ঞপ্তি