চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় বাসের চাপায় পুলিশ কনস্টবলের মৃত্যু! |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২২-০৬-১৭ ২২:১৫:৪৫ || আপডেট: ২০২২-০৬-১৭ ২২:১৫:৪৭

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি| চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতের নাম মারুফুল ইসলাম(২২)।

শুক্রবার (১৭জুন) রাত আনুমানিক ৯টায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহন ( ঢাকা মেট্টো ব-০২ -৬৩২) চট্টগ্রাম অভিমূখী ছিল। ঘটনাস্থলে পৌঁছলে মোটর সাইকেল আরোহী মারুফকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারুফ মারা যায়। ঘটনাস্থল থেকে হানিফ পরিবহনটি পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে রিয়াদ নামের গাড়ী হেলফার আটক হয়।

নিহত মারুফ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং বিন্দা বন খিল এলাকার এবিএম ছিদ্দিকের পুত্র। সে সিএমপি পুলিশ লাইনে কর্মরত। ছুটিতে বাড়ী আসে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *