চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

করোনায় আক্রান্ত জো বাইডেন

প্রকাশ: ২০২২-০৭-২২ ১৭:১৯:২১ || আপডেট: ২০২২-০৭-২২ ১৭:১৯:২৩

বিদেশ ডেস্ক|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় আক্রান্ত হয়ে হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। খবর বিবিসির।

বিবিসি জানায়, করোনার সংক্রমণ রোধে ফাইজারের দুই ডোজ টিকাও নিয়েছিলে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। প্রথমটি নেন ২০২০ সালের ডিসেম্বরে, দ্বিতীয়টি ২০২১ সালের জানুয়ারিতে।

বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এসব তথ্য নিশ্চিত করে বলেন, তিনি ‘খুব হালকা লক্ষণ’ অনুভব করছেন। আইসোলেশনের সময়ে তিনি তাঁর সমস্ত দায়িত্ব পালন করতে থাকবেন।

জিন-পিয়ের তাঁর বিবৃতিতে আরও বলেন, ‘প্রেসিডেন্ট প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন।’

জিন-পিয়ের জানান, প্রেসিডেন্ট জো বাইডেন করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত হোয়াইট হাউস প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে আইসোলেশনে থেকেই সব কাজ করে যাবেন। এ সময় তিনি টেলিফোন ও জুমের মাধ্যমে মিটিংয়ে অংশ নেবেন।

এর আগে চারদিনের মধ্যপ্রাচ্য সফরে শেষে বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *