চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২২-১০-২২ ১৩:৩০:০৪ || আপডেট: ২০২২-১০-২২ ১৩:৩০:০৮

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ী ফিরি” প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় পালিত হল লোহাগাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘নিরাপদ সড়ক চাই’ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনের চৌধুরী প্লাজার মাঠ থেকে একটি র‍্যালী শুরু হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে আয়োজিত র‍্যালীতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

র‍্যালী শেষে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। এসময় আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সংগঠক ও সাংবাদিক কাইছার হামিদ, লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চু, সংগঠনের যুগ্ম-সম্পাদক সাত্তার সিকদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় সংগঠনের সহ-সভাপতি ডা: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম. আবদুল্লাহ বাবলু, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরি পরিষদ সদস্য সোহাগ মিয়া, ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, নাজিম উদ্দীন নিয়াজ, ব্যাংকার নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কবি সোলাইমান, এম.এ লতিফ, ফাহাদ ইবনে হাশেম, ভিক্ষু উপায়ন বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী বুলবুল আক্তার, নারী সংগঠক কবি সাইফুন্নেছা ঝুমুর, তরুণ সংগঠক আরিয়ান মামুনসহ সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়কে দুর্ঘটনায় আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *