চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

admin

“আয়াতের বাবাসহ স্বজনদের ১২ টুকরো করার হুমকি”

প্রকাশ: ২০২২-১২-০৩ ১২:২৭:২০ || আপডেট: ২০২২-১২-০৩ ১২:২৭:২৬

ডেস্ক রিপোর্ট |চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াতকে (৫) হত্যার পর এবার তার স্বজনদের হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে। এতে বলা হয়- ‘মেয়েকে ছয় টুকরো করা হয়েছে, বাড়াবাড়ি করলে বাবাসহ স্বজনদের ১২ টুকরো করা হবে।’

গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে আয়াতের বাবা সোহেল রানা এই দাবি করেন। এ সময় আয়াত হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোহেল রানা বলেন, ‘একমাত্র মেয়েকে হারিয়েছি। তার ওপর অজ্ঞাত নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। এ হুমকিতে পরিবার-পরিজন নিয়ে আমি ভয়ে আছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে এমন নৃশংসভাবে শুধু কি আবির আলীই হত্যা করেছে? এখানে চক্রও থাকতে পারে। তারা মিলেমিশে এ ঘটনা ঘটিয়েছে কি না তা তদন্ত করা প্রয়োজন। তা নাহলে আমার মেয়ে হত্যার বিচার চাওয়া থেকে সরে যেতে কারা হুমকি দিচ্ছে?’

এদিকে পিবিআই ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মনোজ কুমার দে বলেন, ‘শুক্রবার সকাল থেকে ইপিজেড থানাধীন আকমল আলী সড়কের বঙ্গোপসাগর এলাকায় পুনরায় আয়াতের লাশের অবশিষ্ট খণ্ডিত অংশ এবং পরনে থাকা কাপড়ের সন্ধানে তল্লাশি করা হয়। তবে আজ কিছুই পাওয়া যায়নি। আমরা আরও কয়েকদিন এ অভিযান পরিচালনা করবো।’

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলে নিখোঁজ হয় আয়াত। এর প্রায় ১৪ দিন পর (২৯ নভেম্বর) লাশের দুই পা এই স্লুইসগেট থেকে উদ্ধার হয়। এরপর গত ১ ডিসেম্বর আয়াতের মাথা উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় অভিযুক্ত আবির, তার মা এবং বোন বর্তমানে রিমান্ডে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *