admin
প্রকাশ: ২০২২-১২-২৮ ২০:৪৯:৪১ || আপডেট: ২০২২-১২-২৮ ২০:৪৯:৪৭
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসা হতে রিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়ার এ আর টাওয়ারের পাশের টিনের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
গৃহবধূ রিনা খাতুন পাবনা জেলার আতাইকুলার উপজেলার বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। স্বামী-স্ত্রী একসাথে উক্ত বাসায় ভাড়া থাকতো।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ সকালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রুহুল আমিন বলেন, স্বামী- স্ত্রী রাত ১২টার দিকে খাবার খেয়ে এক সাথে ঘুমিয়ে পড়ে। সকাল ৯ টার দিকে তার স্বামী ঘুম থেকে উঠে দেখে স্ত্রী রান্না ঘরের ভিমের ওড়ানা পেছিয়ে ঝুলিয়েছে।
খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।