চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় আহত কৃষকের মৃত্যু| বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০১-০৩ ১৯:৪৬:২৩ || আপডেট: ২০২৩-০১-০৩ ১৯:৪৬:২৮

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি| লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত কৃষক আবু জাহেদের মৃত্যু হয়েছে। চার দিন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যায় সে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ (৩ জানুয়ারী ‘২৩) সন্ধ্যায় মারা যান কৃষক আবু জাহেদ।

জানা যায়, উপজেলার চুনতি সাতগড় মৌলভীবাজার এলাকায় প্রতিপক্ষের চুরিকাঘাতে আবু জাহেদ গুরুত্বর আহত হন। গত শুক্রবার ( ৩০ ডিসেম্বর”২২) রাত সাড়ে আট টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত জাহেদের স্ত্রী উম্মে সোলতানা সাদিয়া বাদি হয়ে ওই এলাকার হারুনসহ ৪ জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় মামলা রুজু করেন। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

নিহতের চাচাত ভাই নুরুচ্ছাফা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই এলাকার হারুনসহ কয়েকজন মিলে চুরিকাঘাত করে নির্মমভাবে আমার ভাইকে খুন করেছে। লোহাগাড়া থানা পুলিশের কাছে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

আবু জাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *