admin
প্রকাশ: ২০২৩-০১-১৬ ২৩:২৯:৫৭ || আপডেট: ২০২৩-০১-১৬ ২৩:৩০:০৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফসলি জমির টপসয়েল (ফসলি জমির উপরিভাগের মাটি) কাটার দায়ে জাহেদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দণ্ডিত জাহেদ পশ্চিম আমিরাবাদ ঘাসিয়ার পাড়ার আলী আহমদের ছেলে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, মাটি কাটার সাথে জড়িত এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ছবির ক্যাপশানঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফসলি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান।