admin
প্রকাশ: ২০২৩-০১-২৩ ২২:২৩:৪২ || আপডেট: ২০২৩-০১-২৩ ২২:২৩:৪৭
লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি :চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ তাহসান ( ৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ( ২৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের বরকত আলী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শিশু তাহসান বড়হাতিয়া ইউনিয়নের বেপারি পাড়ার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুটির পরিবার লোহাগাড়া সদরে ভাড়া বাসায় থাকেন।
জানা যায়, নিহত তাহসিন বাসা সংলগ্ন মাদ্রাসা মাঠে খেলা করে। এক পর্যায়ে সবার অজান্তে শিশুটি ওই এলাকার ছমদিয়া মাদ্রাসার পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আজ বাদে আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।