admin
প্রকাশ: ২০২৩-০১-২৪ ১৫:২৬:২০ || আপডেট: ২০২৩-০১-২৪ ১৫:২৬:২৪
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি| চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৩৫ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। ২৪ জানুয়ারী বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয় সম্মুখে চট্টগ্রাম অভিমূখী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ৩৩-৭৫২৩) গতিরোধ করে অভিযান চালায় পুলিশ। এ সময় কারের সিটের নিচে তৈলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল (৫০) নামক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার গুদার বিল এলাকার আব্দুস সালামের পুত্র বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকার বেশি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।