চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় সিএনজি (অটোরিক্সা)- প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষঃ আহত ৮

প্রকাশ: ২০২৩-০২-০৬ ১৭:৫০:০৩ || আপডেট: ২০২৩-০২-০৬ ১৭:৫০:০৯

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলার লোহার দিঘী পাড়ে সিএনজি (অটোরিক্সা)- প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আল-মদিনা কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার অভিমূখী প্রাইভেট কারের সাথে লোহাগাড়া সদর মূখী সিএনজি (অটোরিক্সা)’র ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই গাড়ি চালক, কলেজছাত্রী ও একই পরিবারের পাঁচজনসহ মোট ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন— সিএনজি চালক মো. আলমগীর (২৩), আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আসমা আক্তার (২০), সিএনজির যাত্রী মোঃ তারক। প্রাইভেটকারে থাকা একই পরিবারের আহত ৫ সদস্যরা হলেন শাপলা (৩২), তার স্বামী দিপু (৩৫), মেয়ে আরিয়ানা (৬), নুরুল ইসলাম কামাল (৭০), তার স্ত্রী রওশন আরা (৬০)। ঢাকা মিরপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকার যোগে কক্সবাজার ভ্রমনে যাচ্ছিলেন।

প্রত্যকক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য মোঃ হামিদ বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। দুটি গাড়ির সামনে অংশে দুমড়ে মুচড়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি চালক আলমগীরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, দূর্ঘটনার খবর পেয়েছি। তাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া অংশে গত তিন দিন আগেও ভয়াবহ দূর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। মহাসড়কে তিন চাকা গাড়ী নিষিদ্ধ হলেও লোহাগাড়ায় বন্ধ হয়নি। প্রশাসনকে ম্যানেজ করে দেদরছে চলছে এসব অবৈধ গাড়ী। তাই দিন দিন সড়ক দূর্ঘটনা বাড়ছে। এমনটা মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *