চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

চন্দনাইশে বজ্রপাতে প্রাণ গেল যুবকের | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-০১ ১২:৪৪:২৭ || আপডেট: ২০২৩-০৪-০১ ১২:৪৪:৩৪

চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি|

চট্টগ্রামের দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় বজ্রপাতে মো. ইউনুছ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুছ চাগাচর এলাকার মিয়া হোসেনের ছেলে।

শনিবার (১ এপ্রিল) সকালে শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনুছ প্রতিদিনের ন্যায় দু’জন শ্রমিক নিয়ে জমিতে কাজ করতে যায়। শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে যাওয়ার পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের বিকট শব্দে তারা মাটিতে লুটিয়ে পড়েন। শ্রমিকেরা ওঠে দেখে ইউনুছ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *