admin
প্রকাশ: ২০২৩-০৪-০৯ ১৯:৩১:৫২ || আপডেট: ২০২৩-০৪-০৯ ১৯:৩১:৫৭
ডেস্ক রিপোর্ট ♦
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলা থেকে চোরাই ওষুধসহ এক ওয়াবর্ডবয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন (৩৩) রাউজান উপজেলার মোগারদীঘি এলাকার মুজিবুল হকের ছেলে ও ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের স্পেশাল ওয়ার্ডবয়।
রবিবার (৯ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ১০ মিনিটে হাসপাতালের নিচতলার পূর্বদিকে সিঁড়ির সামনে থেকে ৫ হাজার টাকার চোরাই ওষুধসহ ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের স্পেশাল ওয়ার্ডবয় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম ১৭ বছর ধরে সেখানে কর্মরত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।