চট্টগ্রাম, , সোমবার, ৭ অক্টোবর ২০২৪

admin

বহদ্দারহাটে তৈরি হচ্ছে নকল হারপিক, একজনের কারাদণ্ড | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-০৯ ১৯:৪৩:৪১ || আপডেট: ২০২৩-০৪-০৯ ১৯:৪৩:৪৭

ডেস্ক রিপোর্ট ♦
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় নকল হারপিক ও ভিম লিকুয়েড তৈরির অপরাধে আব্দুর রহমান নামে একব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানা থেকে ৪’শ বোতল নকল হারপিক ও ২’শ বোতল নকল ভিম লিকুইড জব্দ করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) শামসু কলোনিতে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে গিয়ে দেখতে পাই, আব্দুর রহমান নামে একব্যক্তি নকল হারপিক ও ভিম লিকুয়েড তৈরি করছেন। তিনি জানান, গত ৬ মাস ধরে এখানে তিনি নকল মাল তৈরি করছেন এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ অনুযায়ী সাপ্লাই দিচ্ছেন। নকল হারপিক ও ভিম লিকুয়েড তৈরির দায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এসময় ৪’শ বোতল নকল হারপিক ও ২’শ বোতল নকল ভিম লিকুইড জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালগুলো আগুনে পুড়িয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *