চট্টগ্রাম, , সোমবার, ৭ অক্টোবর ২০২৪

admin

খাবারে রঙ, আড়াইলাখ টাকা জরিমানাগুনলো চট্টগ্রামের কাচ্চি ডাইন | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-১০ ২০:০৮:০২ || আপডেট: ২০২৩-০৪-১০ ২০:০৮:০৭

ডেস্ক রিপোর্ট ♦চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় খাবারে অননুমোদিত রঙ ব্যবহার করাসহ নানা অপরাধে কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল রহমান।

তিনি জানান, খাবারে অননুমোদিত রঙ ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে খাওয়ার অনুপযোগী আলু ব্যবহারের অপরাধে চকবাজারের কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস (4K Plus) বিক্রি করায় ব্র্যান্ড এভিনিউকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *