admin
প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১৭:২১:০৭ || আপডেট: ২০২৩-০৪-১৫ ১৭:২১:১০
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকার আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭।
শনিবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেনের পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, র্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার ও বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার।
উল্লেখ্য, ২০১৮ সালে বিশেষ অভিযানে ৪৩ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় র্যাব-৭। পরবর্তী সময়ে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করলে ২০২০ সালে আরও ৩৪ জন জলদস্যু আত্মসমর্পণ করে। এরপর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ উপহার সামগ্রী ও প্রণোদনা প্রদান করে থাকে র্যাব-৭।