চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় জমি বিরোধ, প্রতিপক্ষের হামলায় এক নারী আহত | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-১৫ ০০:৪৭:৩১ || আপডেট: ২০২৩-০৪-১৫ ০০:৪৭:৩২

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় তুহিন আকতার (২৩) নামের এক নারী আহত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের হাজীর পাড়ায় এই ঘটনা ঘটে।

আহত তুহিন স্থানীয় মৃত আবুল কাশেমের মেয়ে। আরাফত হোসেনের স্ত্রী। বর্তমানে আহত তুহিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত তুহিনের বড় বোন নাজমিন আকতার জানান, ঘটনার দিন সন্ধ্যায় প্রতিপক্ষ আবুল হোসেনের পুত্র আবদুল খালেকও শেফাত উল্লাহ বহিরাগত লোকজন নিয়ে আমাদের বাড়ীতে অতর্কিত হামলা করে। আমাদের বাড়িতে কোন পুরুষ সদস্য নেই। সবাই প্রবাসী।

এ সময় আমাদের বাড়ির দরজা জানালা ভাংচুর করে। আমাদের বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আমার বোন তুহিন তাদের বাধাঁ দিলে লোহার রড় নিয়ে তার মাথায় আঘাত করে।

তুহিনের বড় বোন হাছিনা বেগম বলেন, গত ৯ তারিখেও তারা আমাদের উপর হামলা করে। আহত করে। উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মামলা করে হয়রানি করেছে। বাইকে আহত আমার ভাই মনির আহমদসহ আমরা হয়রানীমূলক মামলা থেকে জামিনে এসেছি আজ। আজ সন্ধ্যায় আবারও হামলা করে। বাড়ীর দরজা জানালা ভাংচুর করে। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে তুহিনের উপর। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমার বোনের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত আবদুল খালেক বলেন, আমাদের জায়গায় কাজ করতে গেলে তারা বাঁধা দেয়। এতেই সংঘর্ষ হয়। আমার মা মমতাজ বেগমও আহত হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, এখনো পর্যন্ত কোন অভিযোগ পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *