চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-১৭ ০১:২২:১৪ || আপডেট: ২০২৩-০৪-১৭ ০১:২২:১৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ খায়রুল আমিন (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খায়রুল আমিন উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. কামালের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের একটি ভাড়া বাসায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অপরাধ সংঘটনের পরিকল্পনা নিচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে এপিবিএন। এ সময় খায়রুল আমিন নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেপ্তার যুবক টেকনাফ থানার ২০২২ সালের একটি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *