চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

admin

তিন বছর পর ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-২২ ১৩:২৩:৪৬ || আপডেট: ২০২৩-০৪-২২ ১৩:২৩:৫০

ডেস্ক রিপোর্ট |
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবনে তিনি এ শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টা থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে তিনি বেলা ১১টা থেকে বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *