চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

লামায় গলায় ফাঁস দিয়ে রাবার শ্রমিকের মৃত্যু | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৫-১৫ ২২:৩১:৩৬ || আপডেট: ২০২৩-০৫-১৫ ২২:৩১:৪১

লামা (বান্দরবান) প্রতিনিধি|
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আব্দুর শুক্কুর (৫০) নামে রাবার বাগানের এক শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আব্দুল্লাহ ঝিরি এলাকার মৃত আলী আহমদের ছেলে।

আজ সোমবার (১৫ মে) রাত ৮টায় আব্দুল্লাহঝিরি এলাকার জনৈক মাইন উদ্দিনের রাবার বাগান থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন লামা থানাকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থল উপস্থিত হয়।

গ্রাম পুলিশ আব্দুল মালেক জানায়, আব্দুর শুক্কুর আব্দুল্লাহঝিরি এলাকার পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের জনৈক মাইন উদ্দিনের রাবার বাগানের শ্রমিক ছিল। পারিবারিক কলহের জেরে রাত ৮টায় বাগানে ফাঁস দেয়। স্থানীয়রা লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। তবে ফাঁস লাগানোর বিষয় নিয়ে অনেকের মাঝে সন্দেহ ছিল। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে স্থানীয়দের মাঝে জল্পনাকল্পনা করতে দেখা যায়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *