admin
প্রকাশ: ২০২৩-০৫-১৫ ২২:২৬:০২ || আপডেট: ২০২৩-০৫-১৫ ২২:২৬:০৮
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের সাতকানিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় রিয়াদ নামে এক চালককে উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১৫ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি নোহা গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে তাকে চেতনানাশক ঔষুধ দিয়ে তার মোবাইল ও টাকা পয়সা লুট করে। পরে তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, অজ্ঞান অবস্থায় এক চালককে হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। গাড়িটি থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।