চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

admin

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার মামলায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫ | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৫-১৫ ২২:১৯:১৫ || আপডেট: ২০২৩-০৫-১৫ ২২:১৯:২০

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) সকালে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনের মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। দুদিন পর নির্বাচনী সহিংসতার আরও তিনটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এছাড়া পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- খাগরিয়ার আকবরপাড়ার মৃত নেয়াজুর রহমানের ছেলে মো. ফোরকান, মজিদের পাড়া এলাকার মৃত ছালেহ আহাম্মদের ছেলে মো. রফিক প্রকাশ ডাকাত রফিক, তার ভাই আবদুল গফুর ও একই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, বিশেষ অভিযানে খাগরিয়ার সাবেক চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *